জাতির পিতার প্রতিকৃতিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শ্রদ্ধা

আপডেট: March 4, 2023 |
aa
print news

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি পুষ্পস্তবক অর্পণ করেন। শুক্রবার (৩ মার্চ) সকাল ১১ ঘটিকায় ধানমন্ডি ৩২ নং এ নবগঠিত কমিটি শ্রদ্ধা নিবেদন করে।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নবনির্বাচিত সভাপতি মিয়া মনসফ, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটনসহ এসময় উপস্থিত ছিলেন নতুন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার মাহমুদুল আলম তারেক, রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, নবেন্দু সাহা নব সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শিমুল, শেখ নুর কুতুবুল আলম, সদস্য শেখ রাসেল পাভেল, ইমরান বিশ্বাস সহ কেন্দ্রীয় কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক মহিউদ্দিন মানু, সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে সুনীল কুমার মালো, বাসুদেব মৈত্র, আব্দুল লতিফসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন, ঢাকা কলেজ ও দেশের বিভিন্ন মহানগর, জেলা, উপজেলা ও অন্যান্য কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ৮ম জাতীয় সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর