ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

আপডেট: December 9, 2018 |
print news

চট্টগ্রাম টেস্টে যাচ্ছেতাই পারফরম্যান্সের পর মিরপুরেও টেস্ট হেরেছে ক্যারিবীয়রা পৌনে তিনদিনে। সব মিলিয়ে অনেকটা ব্যাকফুটে থেকেই আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে মাঠে নামছে টিম ওয়েস্ট ইন্ডিজ। গোটা বছর দুর্দান্ত খেলতে থাকা মাশরাফি বাহিনী চাইছেন সাফল্যের পতাকা আকাশপানে ভাসিয়ে নতুন বছর বরণ করতে।

এদিকে একাদশের গঠনশৈলীও মোটামুটি চূড়ান্ত। তিন পেসার আর সাকিবকে ধরে দুই স্পিনার থাকবেন মূল একাদশে। অবধারিতভাবেই দ্বিতীয় স্পিনার হলেন টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা মেহেদি হাসান মিরাজ। অধিনায়ক মাশরাফি, সহ-অধিনায়ক সাকিব, উইকেটরক্ষক মুশফিক ও ‘পঞ্চপাণ্ডবে’র আরেক সদস্য মাহমুদউল্লাহ রিয়াদও অটোমেটিক চয়েজ।

সাথে মোহাম্মদ মিঠুনকেও সাত নম্বরে খেলানোর কথা ভাবা হচ্ছে। তাকে ধরলে সংখ্যা দাঁড়ায় নয় (৯)। বাকি দু’জনের একজন অবশ্যই বাঁহাতি পেসার মুস্তাফিজ। এগারো নম্বর সদস্য বা তৃতীয় পেসার হিসেবে সাঈফউদ্দীনের চেয়ে এগিয়ে  রুবেল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

Share Now

এই বিভাগের আরও খবর