ঝিনাইদহে ডাঃ রাশেদা সুলতানাকে বি এম এর সংবর্ধনা

আপডেট: March 14, 2023 |
Boishakhinews24.net 238
print news

টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা বি এম এর আয়োজনে ডাঃ রাশেদা সুলতানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল জোহান ড্রিম ভ্যালি পার্কের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বি এম এর সভাপতি ডাঃ মুন্সী মোহাম্মদ রেজা সেকেন্দার সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার কৃতি সন্তান ও চিকিৎসক সমাজের অহংকার অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ( স্বাস্থ্য) ডাঃ রাশেদা সুলতানা। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন জেলা বি এম এর সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল-মামুন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রোকন উদ্দীন মাহামুদ, জেলা বি এম এ সহ-সভাপতি ডাঃ নুর উন নবী,খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ রবিউল হাসান,ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ শুভ্রারানী দেব নাথ ও জেলা বি এম এর সহ-সভাপতি ডাঃ সাজ্জাদ হাসান।

উখ্যে, অগ্নিঝরা ৭ই মার্চের রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাঙ্গালী জাতির স্বাধীকার অর্জনের আলোকবর্তিকা। এছাড়াও আগামী ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর