অভয়ারণ্য কুবির নতুন কমিটি গঠন

আপডেট: March 21, 2023 |
inbound4955552142665147881
print news

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবেশ বিষয়ক সংগঠন অভয়ারণ্য’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আইন বিভাগের আব্দুল্লাহ আল সিফাতকে সভাপতি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের কাতিব হাসান মুরাদকে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (২১ মার্চ) সংগঠনের সাবেক সভাপতি সাজ্জাদ বাসার এবং সাধারণ সম্পাদক সাফায়িত মুমিন সরকার সিফাতের স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলা বিভাগের আরাফাত রাফি, মোহাম্মদ লিটন ও মোহাম্মদ ইয়াসিন এবং নৃবিজ্ঞান বিভাগের সুমাইয়া তাবাসসুম ও গুলশান মজুমদার সুইটি।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ সামিন সাদি, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন স্বাধীন, অর্থ সম্পাদক দীপ চৌধুরি, দপ্তর সম্পাদক রবীন্দ্রনাথ বর্মন, উপ-দপ্তর সম্পাদক ক্যাসিনো মারমা, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম নিলয়, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ওয়াহিদ জামান, এমদাদুল হক, তামিম মিয়া, রঞ্জন ভৌমিক, আদনান আলম, সুদীপ চাকমা, একা তালুকদার ও মো: মেহেরাজ হোসেন।

নব-নির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল সিফাত বলেন, ‘ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি ভালোবাসা ছিল। পরিবেশ নিয়ে কাজ করাটা আনন্দের।

পরিবেশ ভালোবাসি এবং পরিবেশ নিয়ে কাজ করেছি এবং ভবিষ্যৎতেও করতে চাই । আর বিশ্ববিদ্যালয় হলো পরিবেশ নিয়ে কাজ করার একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।

অভয়ারণ্য আমাকে এই সুযোগ করে দিয়েছে। অভয়ারণ্যের সাথে দীর্ঘ যাত্রার পর বর্তমানে উক্ত সংগঠনের সর্বোচ্চ দায়িত্বে আসতে পেরে আমি আনন্দিত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সবুজ, পরিচ্ছন্ন ও অরণ্য নির্ভর করতে কাজ করে যাব ইনশাআল্লাহ।’

Share Now

এই বিভাগের আরও খবর