নতুন ঘরের চাবি ও দলিল পেলো কালীগঞ্জের ১২ পরিবার

আপডেট: March 22, 2023 |
inbound3151611211255704908
print news

টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি অনুযায়ী আশ্রয়ন-২ প্রকল্পের চতুর্থ ধাপে ঝিনাইদহের কালীগঞ্জে ১২ টি ভুমিহীন গৃহহীন পরিবার পেল নতুন ঘরের চাবী ও দলিল।

বুধবার সকাল সাড়ে ১০ টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ঘর প্রদান অনুষ্টানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর কালীগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক অনুষ্টানে ভ’ক্তভোগীদের হাতে ঘরের চাবী ও দলিল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

উল্লেখ্য, এ নিয়ে কালীগঞ্জ উপজেলাতে মোট ১৩৩ টি ভ’মিহীন পরিবারের মাঝে নতুন ঘর প্রদান করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি বাস্তবায়ন হওয়ায় অনেক ভ’মিহীন পরিবারের মানুষের আজ পাকা ঘরে মাথা গোজার ঠাই হয়েছে।

এ পর্ষন্ত উপজেলাতে ১৩৩ টি ঘর প্রদান ছাড়াও আরো ৪ টি ঘর নির্মানের কাজ চলমান রয়েছে। এছাড়াও পর্ষায়ক্রমে উপজেলার সকল ভ’মিহীনদের ঘরের ব্যাবস্থা করা হবে বলে জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঘরের চাবী ও দলিল হস্তান্তর অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ’মি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, থানার ওসি (তদন্ত) হরিদাস রায়, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন ও গনমাধ্যমকর্মী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর