সৌদি আরবে ওমরাহগামী বাস দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে

আপডেট: March 29, 2023 |
inbound4646030174807694430
print news

সৌদি আরবে বাস উল্টে নিহত ২০ যাত্রীর মধ্যে আটজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২৭ মার্চ) ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজীদের বহনকারী একটি বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে গেলে অন্তত ২০ যাত্রী নিহত হন।

দেশটির অনুমোদিত ‘আল এখবারিয়া’ চ্যানেলের খবরে বলা হয়েছে, আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ পর্যন্ত পাওয়া প্রাথমিক খবরে জানা গেছে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

আহতের মোট সংখ্যা প্রায় ২৯ জন। নিহত আট বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন :

১। শহিদুল ইসলাম, পিতা : মো. শরিয়ত উল্লাহ, সেনবাগ, নোয়াখালী।
২। মামুন মিয়া, পিতা : আব্দুল আওয়াল, মুরাদনগর, কুমিল্লা।
৩। মোহাম্মদ হেলাল, নোয়াখালী।
৪। সবুজ হোসাইন, লক্ষ্মীপুর।
৫। রাসেল মোল্লা, মুরাদনগর কুমিল্লা।
৬। মো. আসিফ, মহেশখালী, কক্সবাজার।
৭। মো. ইমাম হোসাইন রনি, পিতা: আব্দুল লতিফ, টঙ্গী, গাজীপুর।
৮। রুক মিয়া, পিতা: কালু মিয়া, চাঁদপুর।

বাসে মোট বাংলাদেশি যাত্রীর ছিল ৩৫ জন। এদের মধ্যে ১৮ জন মারাত্মক এবং আংশিক আহতাবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।

আটজন নিহত ছাড়াও এখন পর্যন্ত ৭-৯ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর