ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-শিলা বৃষ্টি

আপডেট: March 31, 2023 |
inbound9158882980654045153
print news

মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়েছে। সেইসঙ্গে হয়েছে শিলাবৃষ্টিও। এতে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঢাকার আকাশে মেঘের আনাগোনা বাড়তে থাকে। সন্ধ্যা সোয়া ৭টার পরে শুরু হয় বিদ্যুৎ চমকানি। মুহুর্মুহু শব্দে বজ্রপাত হতে থাকে। এরপর শুরু হয় বৃষ্টি। রাত সোয়া ১টার দিকে রাজধানীর ওপর দিয়ে বয়ে যায় প্রচণ্ড ঝড় ।

এদিকে দেশের ১৮ জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর