সারাদেশে ১০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট: December 18, 2018 |
print news

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দেশজুড়ে বিজিবি সদস্যরা অবস্থান শুরু করেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে মঙ্গলবার থেকে ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আজকের মধ্যেই বিজিবি সদস্যদের মোতায়েন সম্পন্ন হয়ে যাবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় তারা দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর