বঙ্গবাজারে আগুনে ১ ফায়ার ফাইটার আহত


বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছে ফায়ার সার্ভিস। এদিকে, নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে নিজেদের একজন কর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অধিদপ্তর।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রহিমা খানম বলেন, আমাদের এখন পর্যন্ত একজন ফায়ার ফাইটার আহত হওয়ার খবর এসেছে। তার নাম সঞ্জয়। আহত ফায়ার ফাইটারকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।