” উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ / বিএসএস পরীক্ষা ২০২০ এর ফলাফল প্রকাশিত হবে ১০ এপ্রিল “

আপডেট: April 5, 2023 |
inbound4717902487823520479
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি:   বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা ২০২০ ( যার পরীক্ষা শুরু হয় গত অক্টোবর ২০২২ এবং শেষ হয় জানুয়ারি ২০২৩) এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ সেমিস্টারের বিষয় ভিত্তিক এবং চুড়ান্ত ফলাফল আগামী (১০ এপ্রিল)তারিখ দুপুর ২:০০ ঘটিকায় প্রকাশিত হবে।

অদ্য (৫ এপ্রিল) প্রফেসর ড. কে এম রেজানুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্বাক্ষরিত, যার স্মারক নং ২৪৬/বাউবি/পরীক্ষা/বিএ/বিএসএস/২০০৩/১১২১ এর এক জরুরী পত্রের মাধ্যমে জানানো হয়েছে।

এ বিষয়ে সকল আঞ্চলিক কেন্দ্রাধীন সকল উপ আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার সহ সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীদের অবহিত করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর