নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স ড্রাইভার গাঁজা সহ আটক

আপডেট: April 9, 2023 |
ছবি
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ মাদক সেবনের দায়ে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স ড্রাইভারকে আটক করে কারাগারে প্রেরন করা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) রাতে নলছিটি থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এম্বুলেন্স ড্রাইভারকে ২০ (বিশ) গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

আটককৃত রোমেন হাওলাদার (৩৯) বরিশাল সদরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তার পিতা নাম মৃত আবদুল মন্নান হাওলাদার। সে নলছিটি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এম্বুলেন্স ড্রাইভার হিসেবে কর্মরত। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত এগারোটার দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী রাখার গ্যারেজের ভিতর মাদক বেঁচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় রোমেন হাওলাদারকে তল্লাশি করে তার সাথে ২০ (বিশ) গ্রাম গাঁজা পাওয়া যায়। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: আতাউর রহমান জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর