রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পাক রাষ্ট্রপতির অভিনন্দন

আপডেট: April 25, 2023 |
inbound6963857373329522446
print news

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি। সোমবার ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

অভিনন্দন বার্তায় পাক রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে অভিনন্দন জানাতে চাই। উচ্চ এ পদে আপনাকে নির্বাচন করা বাংলাদেশের জনগণের আপনার প্রতি যে আস্থা, এটি তারই প্রমাণ।

আরিফ আলভি বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। যার মূলে রয়েছে ভাগ করা ইতিহাস, অভিন্ন বিশ্বাস এবং আমাদের এ অঞ্চল এবং এর বাইরে টেকসই শান্তি ও সমৃদ্ধি প্রচারে অভিন্ন স্বার্থ। আমি আত্মবিশ্বাসী যে, আপনার মেয়াদে আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে।

নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সফল মেয়াদ কামনা করার পাশাপাশি তার সঙ্গে পাকিস্তান ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ বলে অভিনন্দন বার্তায় উল্লেখ করেন পাক রাষ্ট্রপতি।

Share Now

এই বিভাগের আরও খবর