এবার ইতালিতে আগ্নেয়গিরির প্রভাবে শক্তিশালী ভূমিকম্প

আপডেট: December 27, 2018 |

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অস্বাভাবিক সুনামির আঘাতের পর এবার প্রায় একই ধরনের ঘটনা ঘটলো ইতালিতেও। বুধবার ইউরোপের সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট ইটনা থেকে অগ্ন্যুৎপাতের পর ভূমিকম্প হয়েছে ইতালির সিসিলিতে।

এ ব্যাপারে ইতালির সংবাদ মাধ্যম জানায়, রিখটার স্কেলে বুধবারের ভূমিকম্পটির মাত্রা ছিলো ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ভূমিকম্পে আহত হয়েছেন ৩ জন। বেশকয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে মাউন্ট ইটনি হতে আসা ছাইয়ে ঢেকে যায় আশপাশের গ্রাম ও বিমানবন্দরের রানওয়ে। সাময়িকভাবে বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়।

এদিকে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, আগ্নেয়গিরির প্রভাবে এমন ভূমিকম্প ও সুনামির ঘটনা প্রকৃতিতে স্বাভাবিক নয়। এমন ক্ষেত্রে পূর্বাভাস দেয়াও সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর