বগুড়ায় র্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ ছবেদ আলী(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
০১ জুন(বৃহস্পতিবার) ভোর সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি চৌকস টিম নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের উপর অভিযান চালিয়ে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ছবেদ আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ছবেদ আলী কুড়িগ্রাম জেলার উত্তর কুমড়পুরের মৃত আব্দুস ছালামের ছেলে। বিকাল তিনটায় র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম নন্দীগ্রামের বগুড়া- নাটোর মহাসড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোঃ ছবেদ আলীকে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার ও স্কোয়াড কমান্ডার মোঃ নজরুল ইসলাম জানান, আসামি ছবেদ আলী দীর্ঘদিন ধরেই জেলার বিভিন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল।
বৃহস্পতিবার ভোরে তাকে গাজাঁসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ছবেদ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়ার নন্দীগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।