বগুড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে মাদক বিরোধী অভিযানে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরাফাত হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (০৪ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি টিম জেলার গাবতলী উপজেলার মহিষাবান এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরাফাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরাফাত হোসেন বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান এলাকার আব্দুর রহিমের ছেলে।
রোববার রাত পৌণে ৮ টায় র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরাফাত হোসেন নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আরাফাতের বিরুদ্ধে আইনানুগ নেওয়ার জন্য গাবতলী মডেল থানায় পাঠানো হয়েছে।