ফরিদপুরে আদালতে বিএনপি নেতা চাঁদ

আপডেট: June 6, 2023 |
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করে শ্যোন অ্যারেস্ট (গ্রেফতার দেখানো কে বলা হয় Shown Arrest) দেখানো হয়েছে।

আজ মঙ্গলবার (৬ জুন) বেলা পৌনে এগারোটার দিকে তাকে একটি পুলিশ ভ্যানে করে শতাধিক পুলিশ প্রহরায় তাকে আদালতে হাজির করা হয়।

এসময় আদালত চত্ত্বরে মামলার বাদী শামীম হক,সাক্ষী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী হাজির ছিলেন।

তারা আদালত চত্ত্বরে জয় বাংলা,’ জয় বঙ্গবন্ধু ও বিএনপির দালালেরা হুশিয়ার সাবধান’ বলে স্লোগান দেন।

বাদী পক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারী বলেন,আবু সাঈদকে আজ শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।এ মামলার শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর