সিংগাইরে লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেফতার
আপডেট: June 6, 2023
|


সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে লাখ টাকার হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেফতারকৃত ফিরোজা বেগম উপজেলার ধল্লা উত্তরপাড়া গ্রামের মৃত নান্নু মিয়ার স্ত্রী।
মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ‘গতকাল সোমবার রাত ৮ টার দিকে সিংগাইরের দক্ষিণ ধল্লা গ্রামে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ ফিরোজা বেগমকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।’
এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই ডিবি পুলিশ কর্মকর্তা।