রাজমিস্ত্রী হত্যা: ছাত্রলীগের বহিস্কৃত সহসভাপতিসহ ৫ আসামি গ্রেপ্তার

আপডেট: June 7, 2023 |
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মেহেদী হাসান (২৩) নামে এক রাজমিস্ত্রীকে নির্মমভাবে হত্যাকান্ডের ঘটনায় মঙ্গলবার (৬ জুন) মামলা হলে ৪৮ ঘন্টার মধ্যে মূল পরিকল্পনাকারী ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৫জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, জাহাঙ্গীর মৃধার পুত্র বিল্লাল মৃধা(২৩), কালামিয়ার ছেলে সহিদ(৩৫), লিয়াকতের ছেলে ওবায়দুর(৪৫), ওবায়দুরের ছেলে সোহান (২০) ও আবু মিয়ার ছেলে গফুর (৫০)।

আসামিরা সকলেই বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কামারগ্রাম মৃধাপাড়া এলাকার বাসিন্দা।

আসামি বিল্লাল মৃধা উপজেলা ছাত্রলীগের বহিস্কৃত সহসভাপতি।

এর আগে আসামী বিল্লাল মৃধার দেশীয় অস্ত্র নিয়ে টিকটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ফরিদপুর জেলা ছাত্রলীগ তাকে বহিস্কার করে।

এ ব্যাপারে বুধবার দুপুরে(৭জুন) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হুসাইন জানান, গত ৪ জুন রাতে বোয়ালমারীর রায়পুর এলাকায় খুন হন মেহেদী হাসান নামে এক যুবক।

ঘটনার পরপরই পুলিশ তদন্ত নেমে ঘটনার সাথে জড়িত ঘটনার মূল আসামি বিল্লাল মৃধাকে আটক করে।

তারপর একে একে এ হত্যাকান্ডের সাথে জড়িত আরো চার আসামীকে আটক করে পুলিশ। তিনি বলেন গত ২৬ রোজার সময় আম খাওয়াকে কেন্দ্র করে নিজেদের ভিতর মারামারির ঘটনা ঘটে।

এরপর থেকেই হত্যার মূল পরিকল্পনাকারী বিল্লাল তাকে খুন করার জন্য বিভিন্ন পরিকল্পনা সাজাতে থাকে।

পরে ৪ জুন রাতে মেহেদী হাসানকে ডেকে নিয়ে হাতুড়ি এবং দা দিয়ে বুকে ও মুখে পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করে।

পুলিশ এ হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি, দা ও জিগা গাছের ডাল উদ্ধার করেছে।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মো. শরিফুল সুমন জানান, ঘটনার দিন সাহিদের একটি বাঁশের তৈরি মাচালিতে বসে আসামিরা এ হত্যাকান্ড ঘটানোর পরিকল্পনা করে।

হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ২ নম্বর আসামি বিল্লাল মৃধা ও ১ নম্বর আসামি সাহিদ বলে তিনি দাবি করেন। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

ঘটনার সাথে সরাসরি জড়িত দুইজন বিল্লাল ও শহিদসহ ৫জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর