বগুড়ায় মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার ১
আপডেট: June 11, 2023
|


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরের ছিলিমপুর এলাকায় মাদক বিরোধী অভিযানে দুই কেজি শুকনা গাঁজাসহ জাকির হোসেন(৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এপিবিএন বগুড়া।
রোববার (১১ জুন) সকাল সোয়া ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা সদর থানাধীন ছিলিমপুর এস,বি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে দুই কেজি শুকনা গাঁজাসহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাকির হোসেন চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিশ্বনাথপুর ঘোনটোলা গ্রামের মোঃ ইলিয়াস আলীর ছেলে।
” ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাপ্পি শেখের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০১৮ সালের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।