বগুড়ায় মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আপডেট: June 11, 2023 |
inbound8764705938362895377
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরের ছিলিমপুর এলাকায় মাদক বিরোধী অভিযানে দুই কেজি শুকনা গাঁজাসহ জাকির হোসেন(৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এপিবিএন বগুড়া।

রোববার (১১ জুন) সকাল সোয়া ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা সদর থানাধীন ছিলিমপুর এস,বি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে দুই কেজি শুকনা গাঁজাসহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাকির হোসেন চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিশ্বনাথপুর ঘোনটোলা গ্রামের মোঃ ইলিয়াস আলীর ছেলে।

” ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাপ্পি শেখের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০১৮ সালের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর