বগুড়ায় ১১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর গোকুল ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে ১১ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ মোঃ বাপ্পি শেখ(২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে “৪ আর্মড পুলিশ ব্যাটসলিয়ন( এপিবিএন)।
রোববার (১১ জুন) সকাল সোয়া ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর পরিচালনা করে ১১ বোতল ফেন্সিডিল ও একটি SUZUKI GIXXER-160-CC মোটরসাইকেল সহ বাপ্পিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাপ্পি শেখ বগুড়া জেলা সদর ইউনিয়নের ছোটকুমড়া উত্তরপাড়া গ্রামের মোঃ শামছুল শেখ এর ছেলে।
” ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাপ্পি শেখের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০১৮ সালের ৩৬(১) এর ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।