মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৫

আপডেট: July 4, 2023 |
inbound7512056551815062138
print news

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৪ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১৩৭৪ ইয়াবা, ৪৯৬ গ্রাম হেরোইন, ১৬২ গ্রাম গাঁজা ও এক বোতল দেশি মদ জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর