বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাস খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের মধ্যে মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন-দিনাজপুর হিলির সাজ্জাদ হোসেন,কুলসুম বেগম ও শিমুল মিয়া এবং রাজশাহীর মফিদুল ইসলাম।
এছাড়া নাহিদা নামে অজ্ঞাত ঠিকানার আরেক নারী চিকিৎসাধীন রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির টিএএসআই লালন হোসেন।
টিএএসআই লালন হোসেন বাজান,বাস দুর্ঘটনায় আহত এই ৫ জনকে গুরুতর অবস্থায় রাত একটার দিকে হাসপাতালে ভর্তি করানো হয়।
এদের মধ্যে নাহিদার অবস্থা বেশি খারাপ। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে আলুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কিচক ব্রিজের নিচ পড়ে যায়।
ওই ট্রাকটিকে তুলতে আরও ২টি ট্রাক কাজ করছিল। একই রাতে আহাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস হিলি থেকে বগুড়ার দিকে যাচ্ছিল।
রাত সাড়ে ১১টার দিকে কিচক বাজার ব্রিজ এলাকায় পৌঁছিলে অসাবধানতাবশত দাঁড়িয়ে থাকা ওই দুইটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে করে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন।
পরে স্হানীয়রা ওই ১০ জন যাত্রীকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ৫ জনকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্হলে উপস্থিত হন।
তিনি বলেন, দুর্ঘটনায় চার থেকে পাঁচজন গুরুতর অহত হয়েছে। বাকি পাঁচ থেকে ৬ জন হালকাভাবে আহত হয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় কবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।