চাঁচকৈড়ে মৎস্যজীবীদের পরিবেশ বান্ধব মাছ বাজার হস্তান্তর

আপডেট: July 30, 2023 |
inbound2420527998572735011
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে মৎস্যজীবীদের কাছে পরিবেশ বান্ধব মাছ বাজার হস্তান্তর করেন গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা।

রবিবার (৩০ জুলাই) গুরুদাসপুর পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী প্রধান অতিথি হিসাবে টিএমএসএস-এর পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের আওতাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের মাধ্যমে সংস্কার করা মাছ বাজার হস্তান্তর করা হয়।

প্রজেক্টের নাটোর ডোমেইন প্রধান মো. শাহীন মিয়ার সভাপতিত্বে মাছ বাজার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খাঁন ও যুগ্ম পরিচালক মো. রেজাউল করিম ও সিনিয়র সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস প্রমূখ।

নতুন বাজার উপহার দেওয়ায় সকল মংশস্যজীবীদের পক্ষে চাঁচকৈড় বাজার মৎস্যজীবী কমিটির সভাপতি জীবন হলদার টিএমএসএস’র প্রধান অধ্যাপক হোসনে আরা ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর