আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু

আপডেট: August 6, 2023 |
inbound5975293990776664329
print news

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার পরপর ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এরপর শোকপ্রস্তাব পাঠের পর উদ্বোধনী বক্তব্য রাখবেন সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে সকাল থেকে বিভিন্ন জেলা-উপজেলার আওয়ামী লীগ নেতা এবং দল সমর্থিত জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, উদ্বোধনী বক্তব্যের পর পাঠ পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। এক্ষেত্রে প্রতিটি বিভাগকে প্রাধান্য দেওয়া হবে।

এছাড়া উপজেলা পরিষদ ও জেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভাসহ জনপ্রতিনিধিদেরও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে।

এই বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, দল সমর্থিত সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশেষ বর্ধিত সভা উপলক্ষ্যে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Share Now

এই বিভাগের আরও খবর