বিমানবন্দর সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

আপডেট: January 28, 2019 |
print news

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ডালিম (২০) ও মোবারক (২৭)।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধান চন্দ্র রায় ঘটনাস্থল থেকে জানান, বিমানবন্দর ইন গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে দেয়। এতে ফুটপাতে থাকা দুই পথচারীর ঘটনাস্থলে মৃত্যু হয়। বিস্তারিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাকটি জব্দ করার পাশাপাশি তার চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

এসআই শ্রীধান চন্দ্র রায় আরও জানান, তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলায়। তাদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ থেকে কিছু কাগজপত্র দেখে তাদের নাম পাওয়া গেছে। বিস্তারিত আরো জানার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর