কারিগরি ত্রুটি কাটিয়ে মেট্রোরেল ফের চালু

আপডেট: August 9, 2023 |
inbound5189875538889856249
print news

কারিগরি ত্রুটি কাটিয়ে প্রায় তিন ঘন্টা পর পুনরায় চালু হলো মেট্রোরেল। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

কারিগরি ত্রুটি সারানোর পর বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এটি পুনরায় চালু হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট-৬ (এমআরটি) প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান।

এর আগে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় সকাল ৯টার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। প্রায় তিন ঘণ্টা মেট্রোরেল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী।

এমআর‌টি-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক শেখ খ‌লিলুর রহমান জানান, লাইনে সমস্যা হওয়ায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল। এ কারণে মেট্রোরেল বন্ধ ছিল। সমস্যা সমাধানে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

গত সোমবার ট্র্যাকে কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করে মেট্রোরেল। ৪০ মিনিট দেরিতে চালু হওয়ায় স্কুল-কলেজ ও অফিসগামী নিয়মিত যাত্রীরা তখন দুর্ভোগে পড়েন।

 

Share Now

এই বিভাগের আরও খবর