অসুস্থ খালেদা জিয়া, বৈঠকে বসবে মেডিকেল বোর্ড

আপডেট: August 10, 2023 |
inbound6211353165049161740
print news

বৈঠকে বসবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ বৈঠকে বসবে বলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসা এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে জানিয়েছে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা হচ্ছে।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া।

বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে নেয়া হয়। ৬টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালের উদ্দেশে বের হন।

সর্বশেষ গত ১৩ জুন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

Share Now

এই বিভাগের আরও খবর