সুগন্ধায় তেলবাহী জাহাজের ধাক্কায় ট্রলারডুবি

আপডেট: August 27, 2023 |
inbound1183566825837590732
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় মাটি কাটা একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এসময় ট্রলারে থাকা ৬ জন শ্রমিকের মধ্যে ২ জন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছে।

শনিবার (২৬ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রলারে থাকা ৬ জন শ্রমিকরা হলেন, বরগুনা জেলার আমতলী উপজেলার মানিক হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫), মোসলেম মালের ছেলে মো. জাকির মাল (৪৫), তালতলী উপজেলার আব্দুর রহিম মোল্লার ছেলে মো. হাসান মোল্লা (২৭), তৈয়ব আলী জোমাদ্দারের ছেলে নিজাম জোমাদ্দার (৪০), আব্দুর রাজ্জাকের ছেলল মাসুম (২৫) ও নোয়াখালীর হাতিয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল (২৪)।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, মাটি কেটে ট্রলারে করে একটি ব্রিক ফিল্ডে নিয়ে যাচ্ছিল।

হঠাৎ ট্রলারে ইঞ্জিনে সমস্যা দেখা দিলে তারা ইঞ্জিন ঠিক করতে ছিল। এসময় পিছন থেকে একটি তেলের জাহাজে ঢাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।

স্থানীয়রা শ্রমিকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুজন বেশি আহত হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর