বগুড়ায় কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: August 27, 2023 |
inbound4985218204691330251
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নাজরুল ইসলাম(৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গিযেছেন।

রোববার ( ২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন মহাস্থান হাতিবান্ধা নামক স্হানে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা।

তিনি পরিবহন ও ইট ভাটার ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

পত্যক্ষদর্শীরা জানান,মহাস্হান থেকে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন নজরুল ইসলাম।

এ সময় হাতিবান্ধা নামক জায়গায় পৌঁছিলে,রংপুরগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী ছিটকে গিয়ে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে,ঘটনাস্থলেই মারা যান নজরুল ইসলাম।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান,দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি আটক করে হেফাজতে নেওয়া,হয়েছে।

তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

লাশ উদ্ধারের পর সুরহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের কাছে,হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর