সিংগাইরে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

আপডেট: August 27, 2023 |
inbound3512501436215856124
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার পলাতক আসামী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওমর আলীকে অবশেষে গ্রেপ্তার করে সিংগাইর থানায় হস্তান্তর করেছে রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

রোববার (২৭ আগস্ট) সকাল ১০ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি লে. কমান্ডার এম আরিফ হোসেন। এর আগে গতকাল রাতে তাকে সাভার থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ওমর আলী ও ভিকটিম রুবেল একই এলাকায় বসবাস করতেন। ভিকটিম রুবেলের বাবা সামছুল হকের সাথে আগে থেকেই জমি-জমা নিয়ে ওমর আলীর বিরোধ ছিল।

২০০১ সালের ২৪ এপ্রিল সকাল ১০ টার দিকে ওই বিরোধকে কেন্দ্র করে ভিকটিম রুবেল ও তার বাবা সামছুল হকের সাথে ওমর আলীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এরই জেরে ২৬ এপ্রিল রুবেলকে রওশন আলীর ক্ষেতে একা পেয়ে ওমর আলীসহ তার সহযোগীরা মিলে দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম রুবেলকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে বস্তায় ভরে ফেলে দিয়ে যায়।

ভিকটিমের বাবা সামছুল হক ছেলেকে খুঁজে না পেয়ে সিংগাইর থানায় একটি জিডি করেন।

পরে ভিকটিমের বাবা খবর পেয়ে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে রওশন আলীর ক্ষেতের দক্ষিণ পাশের নালার মধ্যে বস্তা ভর্তি লাশটি তার ছেলে রুবেলের বলে শনাক্ত করেন।

স্থানীয়রা সিংগাইর থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

ভিকটিমের বাবা সামছুল হক বাদী হয়ে সিংগাইর থানায় ওমর আলী ও তার সহযোগী ইব্রাহিম, রাজ্জাক, হানিফসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করলে সিংগাইর থানা পুলিশ আসামীদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা ১৭ মাস কারাবাস শেষে জামিনে মুক্তি পায়। এর মধ্যে আসামী ওমর আলী মুক্তি পেয়েই আত্মগোপনে চলে যায়।

মামলার তদন্ত শেষে কর্মকর্তা ওমর আলী, ইব্রাহিম, রাজ্জাক এবং হানিফকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

পরবর্তীতে আদালত মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে ভিকটিম রুবেল হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ ওমর আলীকে যাবজ্জীবন সাজা প্রদান করেন এবং অপর আসামী ইব্রাহিম, রাজ্জাক এবং হানিফকে মামলা থেকে খালাশ দেন ।

লে. কমান্ডার এম আরিফ হোসেন জানান, পলাতক আসামী ওমর আলী মামলা বিচারাধীন থাকাবস্থায় জামিনে মুক্তি পেয়ে গত ২০ বছর ধরে ঢাকা জেলার আশুলিয়া ও সাভার এলাকায় স্ত্রী নিয়ে আত্মগোপনে থেকে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল।

গতকাল রাত পৌনে ১১ টার দিকে সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে ।

Share Now

এই বিভাগের আরও খবর