ঝালকাঠিতে ইয়াবা ও ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: August 27, 2023 |
inbound6901110148706850478
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ইয়াবা ও ফেনসিডিল সহ আখি বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকার মো. আবুল হোসেন ওরফে আবু তালুকদারের স্ত্রী আটককৃত আখি বেগম (৪০) এর শশুর আনছার আলী তালুকদার এর টিনসেট বিল্ডিং এর পশ্চিম পাশে ব্যবহৃত রান্নাঘরে তার কাছ থেকে ৮০ টি ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওসি (ডিবি) মো. মনিরুজ্জামান আরও বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর