বগুড়ায় ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: September 4, 2023 |
inbound3140149172205070956
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ১০০ বোতল ফেন্সিডিলসহ ইতি বেগম(৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বগুড়া রেলওয়ে ফাঁড়ি থানা পুলিশ।

সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ১.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ‘ঘ’ বগি সিটের যাত্রী ইতি বেগমকে আটক করা হয়।

এ সময় তার হেফাজতে থাকা স্কুল ব্যাগ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী ইতি বেগম রংপুর জেলার গংগাচড়া উপজপলা সদরের মৃত-ইদু মন্ডলের মেয়ে।

বগুড়া রেলওয়ে ফাঁড়ি থানার (ওসি) মোক্তার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমনি এক্সেপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসক ইতি বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু অন্তে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর