প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: কিশোরগঞ্জ কারাগারে বিএনপি নেতা চাঁদ


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার সকালে তাকে পুলিশ পাহারায় কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয়। পরে বেলা সাড়ে ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক রাশিদুল আমিনের আদালতে তোলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়।
আগামীকাল মঙ্গলবার তার জামিন শুনানি হবে। চলতি বছরের ২৪ মে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু এই মামলা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, মানহানি ও ষড়যন্ত্রের অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে প্রধান আসামিসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ জেলার পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য তা মর্যাদাহানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বলে অভিযোগ আনা হয়।
আসামিপক্ষের আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জানান, আগামীকাল আসামির পক্ষে জামিন আবেদন করা হবে।
বাদী পক্ষের আইনজীবী দ্রুত বিচার আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার মামলায় সোমবার কিশোরগঞ্জ আদালতের ধার্য তারিখে তাকে আদালতে হাজির করা হলে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।