টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট: September 9, 2023 |
inbound7477468761892647972
print news

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা। প্রথম ম্যাচে অবশ্য লংকানদের কাছে বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা।

এরপর আফগানদের উড়িয়ে সুপার ফোরের টিকিট কাটে বাংলাদেশ। এবার লড়াই সুপার ফোরের। শেষ চারে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারায় শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি এক প্রকার ফাইনাল বাংলাদেশের সামনে।

জিততে হবে এমন সমীকরণ নিয়ে লঙ্কানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।

বাংলাদেশের একাদশে আজ এক পরিবর্তন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় খেলা শুরু হবে।

বাংলাদেশ একাদশ

নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

শ্রীলংকা একাদশ

পাতুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহীশ তিকশানা, কাসুন রাজিতা ও মাতিশা পাতিরানা।

Share Now

এই বিভাগের আরও খবর