নাটোরের গাঁজাসহ গ্রেপ্তার দুই

আপডেট: September 9, 2023 |
inbound6125150451292290736
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

৮ সেপ্টেম্বর বিকেল পৌনে ৪টায় উত্তর লালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিনব কায়দায় এই গাঁজাগুলি চানাচুর বিক্রির ড্রামে করে নিয়ে যাওয়া হচ্ছিল।

গ্রেফতারকৃতরা হলেন উত্তর লালপুর এলাকার জিয়া ঘোষের ছেলে জুমাত ঘোষ-৩২ এবং ঈশ্বরপাড়া গ্রামের সোনাউল্লাহর ছেলে আলমগীর প্রামাণিক ৪৫ ।

র‌্যাব জানায় গোপন সুত্রে সংবাদ পেয়ে সিপিসি-২ নাটোর ক্যাম্প র‌্যাব -৫ এর একটি দল উত্তর লালপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় চানাচুরের ড্রামের মধ্যে ৫ কেজি গাজা সহ জুমাত ঘোষকে গ্রেফতার করে । পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আলমগীরকে গ্রেফতার করা হয়।

তবে ঘটনার সাথে আরো জড়িত দুজন পলাতক রয়েছে। র‌্যাবের কোম্পডানী অধিনায়ক মেজর অাশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেনিএ ঘটনায় লালপুর থানায়একটি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর