ইবিতে ঈদ-ই-মিলাদুন্নাবী (সা:) উপলক্ষে মুবারাক র্যালি


ইবি প্রতিনিধি : হিজরী বারো ই রবিউল আওয়াল ও মহানবী হযরত মুহাম্মাদ (সা:) এর জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নাবী (সা:)।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল দশটায় আনন্দ র্যালি বের করে সাধারণ শিক্ষার্থীরা।
র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে গিয়ে শেষ হয়। পরবর্তীতে এক আলোচনা সভার আয়োজন করে শিক্ষার্থীরা।
সভায় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কাউসার মোঃ বাকী বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাদীস এন্ড ইসলামিক স্ট্যাডিস বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মোঃ মাকসুদুর রহমান।
এসময় আল কোরআন এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী নিয়াজ মাখদুমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আল ফিকহ এন্ড লিগ্যাল স্ট্যাডিস বিভাগের শিক্ষার্থী মুসা হাসেমী।
পরে সাধারণ শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ ও নাতে রাসূল পরিবেশন করে। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, ” রাসূল সা. পুরো বিশ্ববাসীর জন্য এক উত্তম আদর্শ । দিবসটি প্রশাসনের পক্ষ থেকে পালন করা হবে বলে আমার বিশ্বাস।
তিনি আরও বলেন, তারা যেন এ দিবস উপলক্ষে বিভিন্ন কুইজ, বিতর্ক, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। এতে নবীজীর জীবনী সম্পর্কে সবাই সম্যক ধারণা পাবে। বাস্তব জীবনে তার প্রয়োগ করতে পারবে।
অনুষ্ঠানের শেষে রাসুল সা: আদর্শকে বাস্তবায়ন করে সামগ্রিক জীবনে তা যেনো ধারণ করতে পারে সেই দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা সমাপ্ত ঘোষণা করা হয়।