শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট: October 4, 2023 |
inbound480755733399934909
print news

আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার কামারের চর ইউনিয়নে গোয়ালপাড়ায় বিদ্যুৎতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ই অক্টোবর) সকাল দশটার দিকে নিজ সেচ পাম্প দিয়ে জমিতে পানি দেওয়ার সময় তার মৃত্যু হয়।

নিহত কৃষকের নাম সাদা মিয়া (৪০)। তিনি কামারের চর ইউনিয়নের গোয়ালপাড়া পয়েস্তিরচর গ্রামের বাহাদুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাদা মিয়া তার বাড়ির পাশে ধান ক্ষেতে প্রতি দিনের মতো সেচের পানি দিতে যায়।

এ সময় মোটর চালিত বৈদ্যুতিক পাম্প চালু করতে সুইচ দিতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই সাদা মিয়ার মৃত্যু হয় ৷

এব্যাপারে ইউপি সদস্য হারুন অর রশীদ এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।

জমি চাষ ছাড়াও সে তার মটর সাইকেল চালিয়ে সংসারের যাবতীয় খরচ বহন করতো। তার রেখে যাওয়া স্ত্রী ও ৪ ছেলে মেয়েদের এখন সংসারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি ছিলেন তিন। তার এমন মৃত্যুতে পরিবারটির জন্য কষ্টকর।

Share Now

এই বিভাগের আরও খবর