কুবি আইন বিভাগের নতুন বিভাগীয় প্রধান মো: আবু বকর ছিদ্দিক

আপডেট: October 5, 2023 |
inbound6542373632080507373
print news

এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক মো: আবু বকর ছিদ্দিক।

বুধবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানা যায়।

অফিস আদেশ থেকে জানা গেছে, অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান জনাব মো: আবু বকর ছিদ্দিক এর বিভাগীয় প্রধান হিসেবে আগামী ৭ সেপ্টেম্বর পূর্ণ হবে বিধায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন ২০১৩ এর ধারা ২৪ (৩) মোতাবেক উক্ত বিভাগের সহকারী অধ্যাপক মু. আবু বকর ছিদ্দিককে আগামী ৮ সেপ্টেম্বর থেকে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হলো।

তবে, দায়িত্বের মেয়াদ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনের ২৪(৩) ধারায় বলা আছে, ‘যদি কোন বিভাগে অধ্যাপক না থাকেন তাহা হইলে ভাইস-চ্যান্সেলর সহযোগী অধ্যাপকের মধ্যে হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে একজনকে বিভাগীয় প্রধান নিযুক্ত করিবেন।

তবে শর্ত থাকে যে, কোন বিভাগে সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোন শিক্ষক কর্মরত না থাকিলে ভাইস-চ্যান্সেলর সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠতম শিক্ষককে বিভাগীয় প্রধান নিযুক্ত করিবেন।’

Share Now

এই বিভাগের আরও খবর