আগামীকাল টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

আপডেট: October 9, 2023 |
inbound2816207138600584904
print news

পারিবারিক সফরে আগামীকাল মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধন শেষে ট্রেনে ভাঙ্গা যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে ফরিদপুর জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দিবেন।

পরে সড়ক পথে টুঙ্গিপাড়া যাবেন। সেখানে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

এসময় ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

পরের দিন বুধবার সকালে ঢাকার উদ্দেশ্যে সড়ক পথে রওনা হবেন প্রধানমন্ত্রী।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টুঙ্গিপাড়াসহ জেলায় নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ-উদ্দীপনা।

এ সফরের মধ্যদিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করবেন এমনটাই প্রত্যাশা নেতা-কর্মিদের।

Share Now

এই বিভাগের আরও খবর