ইবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে রনি ও ফাহিম


ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের ২০২৩-২৪ কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রনি সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসাদ্দিকুর রহমান ফাহিম দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেন সদ্য সাবেক সভাপতি ফারজানা ইসলাম মাহী ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম। প্রতিষ্ঠাবার্ষিকী বর্নাঢ্য র্যালী, স্বাগত বক্তব্য, নতুন কমিটি ঘোষনা ও হস্তান্তর, প্রবীন বিদায়ী সংবর্ধনা, নবীনদের বরণ, কেক কাটা ও স্নাক্স প্রদান ও কুইজ প্রতিযোগিতা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
নব্য কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আজাহারুল ইসলাম, মুতাসিম বিল্লাহ রিয়াদ, আবদুল্লাহ আল নোমান, সুকান্ত দাস।
যুগ্ম সাধারণ সম্পাদক পল্লব আহমেদ সিয়াম, শিহাব উদ্দীন। সাংগঠনিক সম্পাদক সামিহা খান চৌধুরী, সহকারী সাংগঠনিক সম্পাদক অনিক প্রামাণিক, দপ্তর সম্পাদক কে. এ সাইম, সহকারী দপ্তর সম্পাদক ত্বকী ওয়াসিফ, কোষাধ্যক্ষ রিয়াজ হাসান রবিন, সহকারী কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান, কমিউনিকেশন লিড তাজনিয়া আহমেদ লাবণ্য।
তাছাড়া, হেড অব মিডিয়া এন্ড পাবলিক রিলেশন জুয়েল রানা, ডেপুটি অব মিডিয়া এন্ড পাবলিক রিলেশন সাইফুর রহমান, হেড অব আইটি এন্ড ডিজাইন সাজ্জাদ হোসাইন সৈকত, হেড অব এন্টপ্রেনারশিপ ইনামুল হক, হেড অব রিসার্চ ইমন শাহরিয়ার, হেড অব হাইয়ার স্টাডি উইং সালাফি আহমেদ, হেড অব বিসিএস উইং দীন ইসলাম, হেড অব হিউম্যান রিসোর্স অল্পনা আহমেদ, ডেপুটি অব হিউম্যান রিসোর্স হাসিবুর রহমান, হেড অব কনটেন্ট রাইটিং রাজিয়া সুলতানা হৃদি এবং হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট ফারিয়া আক্তার জেমি।