মোরেলগঞ্জে ঘুমন্ত শিশু নিখোঁজের ১২ ঘন্টা পরে মরদেহ উদ্ধার, সৎ মা আটক

আপডেট: October 18, 2023 |
inbound6748396912960945315
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত শিশু সিফাত খান (৩) নিখোঁজের ১২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে পুটিখালী গ্রামের আসাদুল খানের ছেলে সিফাত নিখোঁজ হয়। ১২ ঘণ্টা পরে বুধবার (১৮ অক্টোবর) দুপুরে এক বাগানের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোরেগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুর বাবা আসাদুল বলেন, রাত ১টার দিকে তার প্রথম স্ত্রী লাভলী বেগমকে নিয়ে মাছ ধরতে বাইরে যান। এ সময় ঘরের দরজা খোলা ছিল।

১৫/২০ মিনিট পরে ঘরে ফিরে দেখেন সিফাত নেই। ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও থানা পুলিশের একাধিক দল শিশুটির সন্ধানে কাজ শুরু করে।

নিখোঁজের ১২ ঘণ্টা পরে আজ দুপুরে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি বাগানের ডোবা থেকে সিফাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে তার সৎ মা সাজেদা বেগমকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন

Share Now

এই বিভাগের আরও খবর