গুরুদাসপুরে তিনজন ডাকাত দলের সদস্য আটক

আপডেট: October 26, 2023 |
inbound7988477543513630717
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার চাচকৈড় খলিফাপাড়া মহল্লার মো. শাহাবুদ্দিনের বাড়ির কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।বৃহস্পতিবার তাদেও আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিংড়া উপজেলার কালিনগর এলাকার রূপচাঁদ আলীর ছেলে সোহেল রানা (২৩), গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের বক্কর প্রামাণিকের ছেলে সুজন আলী (৩২) ও সাজেদুল ইসলামের ছেলে মো. আসাদুল্লাহ (২৪)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিন ডাকাতের মধ্যে সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি ডাকাতি ও দুটি ছিনতাই মামলা এবং সুজন আলীর বিরুদ্ধে দুটি ডাকাতিসহ চুরি ও মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারের সময় ডাকাতদের কাছ থেকে ধারালো ছোড়া, টিপ চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এদিকে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত উপজেলার কাছিকাটা গ্রামের কানাইলালের ছেলে দ্বিজেন্দ্র নাথ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া মাদক বিক্রি ও সেবনের দায়ে মশিন্দা মাঝপাড়া গ্রামের আলমাছ (৫১), আনন্দনগর গ্রামের মিল্লাদ পারভেজ (২৯) ও রাকিব হাসান (২৩) এবং খুবজিপুর গ্রামের রতন রানাকে (২৫) গ্রেপ্তার করা হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পুলিশ বাদি হয়ে মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার আসামীদের আদালতের কারাগারে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর