পদ্মা নদীতে দিনরাত মাছ ধরছে ভারতীয় জেলেরা

আপডেট: October 26, 2023 |
inbound7565234536277248507
print news

খোরশেদ আলম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: বাংলাদেশে ইলিশ মাছ ধরা বন্ধ করে দিয়েছে মৎস্য অধিদপ্তর। যথাসময়ে রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মা নদীতে দিনরাত মাছ ধরছে ভারতীয় জেলেরা।

বৃহস্পতিবার চারঘাট উপজেলা মৎস্য অধিদপ্তরের মাধ্যমে অভিযান চালানো হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জরা মোশারফ। তবে সার্বিক কার্যক্রম পরিচালনা করেছেন মৎস্য কর্মকর্তা অলি উল্লাহ মোল্লা।

অভিযানের শুরুতে পদ্মার প্রায় ৬২৪ হেক্টর এলাকা নদীতে নৌকাযোগে অভিযান শুরু হয়। এসময় বিপুল সংখ্যক ভারতীয় জেলেদের ইলিশ মাছ ধরতে দেখা যায়।

তারা বাংলাদেশের আইন-শৃঙ্খলার নিয়ম-কানুন মানছে না। এটা তাদের নিয়মিত অনিয়ম।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মঞ্জরা মোশারফ তাদের বলেন, আপনাদের এটাই প্রথম ও শেষ সময়ের জন্য সতর্ক করা হলো।

পরবর্তী সময়ে বিডির নদী এলাকায় কোনো ভারতীয় জেলে দেখলে বিডির আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চারঘাট নৌ পুলিশের এসআই হাফিজুল ও এএসআই কালাম অভিযানের সময় অবৈধ জাল ও জাটকা মাছ জব্দ করেন।

পরিশেষে এসি ল্যান্ড গণমাধ্যমকে বলেন, এটি নিয়মিত অভিযানের একটি অংশ।

আগামী ২ নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে। এ সময় চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম রবি, সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক ইসমাইল হক, শাহিনুর রহমান ও সিআরইউ সদস্য আতিকুর রহমান আশা উপস্থিত ছিলেন।

অপরদিকে চারঘাট মৎস্য অধিদপ্তরের ফিল্ড সহকারী ফিরোজ মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর