লংকানদের কাছে ৮ ইউকেটে ইংরেজদের পরাজয়

আপডেট: October 26, 2023 |
boishakhinews 59
print news

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে একে একে নাকানি-চুবানি খাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর আবারও পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়ে ইংরেজরা।

বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান এসেছে স্টোকসের ব্যাট থেকে।

শ্রীলংকার হয়ে ৩৫ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার লাহিরু কুমারা।

দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান দেখে-শুনে শুরু করেছিলেন। সপ্তম ওভারে ২৮ রান করা মালানকে সাজঘরে ফিরিয়ে ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনে নেমে রান আউটে কাটা পড়েছেন জো রুট। ইনফর্ম এই ব্যাটার এদিন দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরেছেন।

বেয়ারস্টো উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৩০ রান। এরপর জস বাটলার, লিয়াম লিভিংস্টোনদের কেউই সুবিধা করত পারেননি। তাদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন স্টোকস। এই মিডল অর্ডার ব্যাটার ৪৩ রানে ফিরলে ইংল্যান্ড থামে ১৫৬ রানে।

 

হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবার শ্রীলঙ্কার বিপক্ষে বড় পরাজয়ের স্বাদ পেলো জস বাটলারের দল। বলে ব্যাটে কর্তৃত্ব দেখিয়ে স্রেফ বিশ্ব চ্যাম্পিয়নদের যেন উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা।

ব্যাঙ্গালুরুতে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টস জিতে ব্যাটিং করতে নেমে ৩৩.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। তাড়া করতে নেমে ২৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

যা বিশ্বকাপের মঞ্চে ইংলিশদের বিপক্ষে লঙ্কানদের টানা পঞ্চম জয়। যদিও এগুলো এসেছে গেল দুই দশকে।

অন্যদিকে এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের এটা পঞ্চম ম্যাচে চতুর্থ হার। একমাত্র বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে তারা। হেরেছে নিউ জিল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার কাছে।

Share Now

এই বিভাগের আরও খবর