বগুড়ার সেলিম হোটেলকে লাখ টাকা জরিমানা


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় সেলিম হোটেলে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ।
২৬ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের সেলিম হোটালে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান।
নিরাদপ খাদ্য কতৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহাম জানান, অভিযান পরিচালনা করতে গিয়ে দেখা যায় সেলিম হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় খাদ্যদ্রব্য রান্না ও মজুদ করা।
রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবারসহ পঁচা-বাসি খাবার যথাযথ লেবেল সংযোজন ব্যতিরেকে মজুদ করতে দেখা যায়৷
এছাড়াও বাধ্যতামূলক নিবন্ধনের ব্যত্যয় ঘটিয়ে অনিবন্ধিত অবস্থায় পরিচালনা করতে দেখা যায়।
এসকল অপরাধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ (এক) লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিতি ছিলেন, বগুড়া নিরাপদ খাদ্য অফিসার মোঃ রামাল, মনিটরিং অফিসার আসলাম উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা।
এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বগুড়া জেলা পুলিশের একটি টিম।