জয়পুরহাটে তারুণ্য ও জনপ্রতিনিধি সংলাপ অনুষ্ঠিত


জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের চিন্তা ” শীর্ষক তারুণ্য ও জনপ্রতিনিধি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ এর আয়োজনে তারুণ্য ও জনপ্রতিনিধি সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল হান্নান শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন, সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।