দলকে জেতাতে চাই : এনামুল হক বিজয়

আপডেট: November 8, 2023 |
boishakhinews 1
print news

 

বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়েছে আগেই। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচের জন্য সাকিব আল হাসানের বদলি হয়ে বিশ্বকাপে যাচ্ছেন টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়।
টুর্নামেন্টের শেষে এসে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে খুলনার এই ব্যাটার বলেন, ‘এসব তো ক্রিকেটারদের সঙ্গে হতেই থাকে।’

আজ বেলা ১১টায় পুনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন এনামুল। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন, ‘বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য।
আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে হোক, দলকে জেতাতে চাই।’
বিশ্বকাপের আগে এশিয়া কাপেও বদলি হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন বিজয়। লিটন দাসের চোটে ভারতের বিপক্ষে ৪ রান করেছিলেন তিনি।

চলমান জাতীয় ক্রিকেট লিগে খেলছেন তিনি। খুলনা বিভাগের হয়ে ৭ ইনিংসে ৪৪-এর ওপর গড়ে করেছেন ৩১২ রান। যেখানে একটি শতক ও দুটি ফিফটি করেছেন এনামুল।
বিশ্বকাপে এক ম্যাচের জন্য ডাক পেয়ে বিসিবিকে ধন্যবাদ জানান, ‘তাদেরকে অনেক ধন্যবাদ। সবসময় সমর্থন দিচ্ছে।

তাদের এই দোয়া যেন কাজে রুপান্তর করতে পারি। ভালো করতে পারি দলের জন্য। তারা এভাবেই দোয়া করতে থাকুক। নিজেকে যতটুকু প্রস্তুত করেছি, চেষ্টা করবো এপ্লাই করতে।’

Share Now

এই বিভাগের আরও খবর