বগুড়ায় সাড়ে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আপডেট: November 8, 2023 |
inbound3849318484682434242
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৪ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ শ্রী আকাশ চন্দ্র সেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হয়েছে র‍্যাব।

মঙ্গলবার ( ৭ নভেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় র‍্যাব-১২ বগুড়া, এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ আকাশকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী আকাশ কুড়িগ্রামের জেলার ফুলবাড়ি থানার পূর্ব ফুলমতি এলাকার কার্তিক চন্দ্রের পুত্র।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে একটি মোবাইল, একটি ছিম ও নগদ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আকাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর