শিবগঞ্জের ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বহিষ্কার

আপডেট: November 14, 2023 |
inbound2669971470628251947
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম সরকার মর্তুজা কে অবশেষে সাময়িক বহিস্কার করা হয়েছে।

একই সাথে অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

জানা যায়, উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (বরখাস্তকৃত) মোঃ শহিদুল ইসলাম সরকার মর্তুজা দায়িত্বে অবহেলা, বিদ্যালয়ের আয় ব্যয় এর হিসাব প্রদান থেকে বিরত থাকা, জাতীয় দিবস সমূহ পালন না করা, বিদ্যালয়ের নন-এমপিও ভুক্ত শিক্ষকদের এমপিও ভুক্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরে ফাইল প্রেরন না করা সহ বিভিন্ন কারনে ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্তক্রমে সরকারি বিধি মোতাবেক সাময়িক বহিস্কার করা হয়।

এ ব্যাপারে ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহিনুর ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (বরখাস্তকৃত) শহিদুল ইসলাম সরকার মর্তুজা কে মৌখিকভাবে নন-এমপিও শিক্ষকগণের ফাইল এমপিও জন্য দপ্তরে প্রেরণ, প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব সভায় উপস্থাপন, জাতীয় দিবস সমূহ পালনের জন্য এজেন্ডা আকারে ম্যানেজিং কমিটির সভা আহবান না করায় সকল সদস্যগণের সিদ্ধান্তক্রমে গত ১২/১০/২০২৩ ইং তারিখে ৫ টি এজেন্ডার ভিত্তিতে ১৯/১০/২০২৩ ইং তারিখে ম্যানেজিং কমিটির সভা আহবান করার জন্য ডাকযোগে চিঠি প্রেরণ করা হয়।

চিঠি পাওয়ার পর প্রধান শিক্ষক সভা আহবান না করায় ২৫/১০/২০২৩ ইং তারিখে প্রধান শিক্ষককে কারন দর্শানো নোটিশ প্ররন করা হয় এবং নিদির্ষ্ট সময়ের মধ্যে কারন দর্শানো নোটিশের জবাব না দেওয়ায় ম্যানেজিং কমিটির সভায় চাকুরির বিধি মোতাবেক বিধিগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন পূর্বক পর্যালোচনা করে অভিযোগগুলো যুক্তিযুক্ত হওয়ায়, দায়িত্বে অবহেলা, ২০২২-২০২৩ অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন না করা, কারন দর্শানো নোটিশের জবাব না দেওয়ায় প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম সরকার মর্তুজাকে বিধি মোতাবেক সাময়িক বহিস্কার করা হয়।

এ ব্যাপারে বহিস্কৃত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম সরকার মর্তুজা বলেন, ওর (সভাপতির) পাওয়ার আছে ও (সভাপতি) করতে থাকুক।

Share Now

এই বিভাগের আরও খবর