জয়পুরহাটে কৃষক লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: November 15, 2023 |
inbound7799132273236206181
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে জেলা কৃষক লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. ফিরোজা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাইন কবীর তুহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আহমেদ চৌধুরী বাদশা, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুনছুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কে কেন্দ্র করে বিএনপি জামায়াত ষড়যন্ত্র করে যেন নির্বাচন বানচাল করতে না পারে সেজন্য নেতাকর্মীদের কে মাঠে থাকার আহবান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর